সময় কলকাতা ডেস্কঃ খোদ নিজের আপ্ত সহায়ককেই পুলিশের হাতে তুলে দিলেন বিধায়ক সোহম চক্রবর্তী। অভিনেতা ও তমলুকের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর আপ্ত সহায়ক ছিলেন সজল মুখার্জি। সুত্রের খবর বিধায়কের নাম করে বিভিন্ন মানুষের থেকে টাকা তুলতেন ওই আপ্ত সহায়ক সজল মুখার্জি, এমনটাই অভিযোগ। তোলাবাজির পাশাপাশি তাঁর বিরুদ্ধে ছিল চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগও ।এইসব বেআইনি কার্যকলাপের অভিযোগ জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে্ন সোহম নিজেই।শুধু তাই নয়,দলের মহিলা কর্মীদের কু-প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর পিএ-র বিরুদ্ধে। আরও অভিযোগ,নির্বাচনের পর থেকেই নানান দুর্নীতিমুলক কাজে জড়িয়ে পরে সজল মুখার্জি। তার ভিত্তিতেই পদক্ষেপ করলেন তৃণমূল বিধায়ক। এরপরই সোমবার অভিযুক্ত সজলকে চণ্ডীপুর থানার পুলিশের হাতে তুলে দেন সোহম। পুলিশ সুত্র খবর, ধৃত সজলকে গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করার সময় সে মুখ খুলতে রাজি হয়নি। মঙ্গলবার সজলকে তমলুক আদালতে তোলা হবে।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
বিচারের বাণী: ধনঞ্জয়ের ফাঁসি
হাথরস গণধর্ষণ কাণ্ড ও একটি প্রহসন