Home » এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, ধৃত ২

এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, ধৃত ২

সময় কলকাতা ডেস্কঃ এ টি এম ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ২ দুষ্কৃতীকে আটক করল পুলিশ ।

জানা গেছে, সাঁইথিয়া থানা এলাকার বাগডাঙা মোড়ের কাছে একটি এ টি এম ভেঙে টাকা লুটের চেষ্টা করে দুই দুষ্কৃতী । কোন কারনে তারা অসফল হয় । এর পরই এই এ টি এম কাউন্টারের সিসি টিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ লাগায় সাঁইথিয়া থানার পুলিশ । এরপর সুত্র মারফত খবর পেয়ে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, এই ঘটনার সাথে যুক্ত দুই দুষ্কৃতীর নাম প্রসেনজিৎ বাগদী ও সোমনাথ সিং । সাঁইথিয়ার বাসিন্দা প্রসেনজিৎ বাগদীর কাছ থেকে তিন রাউন্ড গুলি সহ একটি বন্ধুক উদ্ধার হয়। অপর অপরাধী সোমনাথ সিং বীরভূম জেলার সিউড়ীর বাসিন্দা। আপাতত তারা পুলিশি হেফাজতে রয়েছে।

About Post Author