সময় কলকাতা ডেস্কঃ এ টি এম ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ২ দুষ্কৃতীকে আটক করল পুলিশ ।
জানা গেছে, সাঁইথিয়া থানা এলাকার বাগডাঙা মোড়ের কাছে একটি এ টি এম ভেঙে টাকা লুটের চেষ্টা করে দুই দুষ্কৃতী । কোন কারনে তারা অসফল হয় । এর পরই এই এ টি এম কাউন্টারের সিসি টিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ লাগায় সাঁইথিয়া থানার পুলিশ । এরপর সুত্র মারফত খবর পেয়ে ঘটনার ১২ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, এই ঘটনার সাথে যুক্ত দুই দুষ্কৃতীর নাম প্রসেনজিৎ বাগদী ও সোমনাথ সিং । সাঁইথিয়ার বাসিন্দা প্রসেনজিৎ বাগদীর কাছ থেকে তিন রাউন্ড গুলি সহ একটি বন্ধুক উদ্ধার হয়। অপর অপরাধী সোমনাথ সিং বীরভূম জেলার সিউড়ীর বাসিন্দা। আপাতত তারা পুলিশি হেফাজতে রয়েছে।
More Stories
আগামী সোমবার থেকে শহরে মেট্রোর পার্পল লাইনে দিনে ৭২টি রেক
ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা রাজ্যে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়তে পারে
আইন কলেজের পরে এ বার আইআইএম কলকাতার জোকা ক্যাম্পাসে তরুণীকে যৌন নিগ্রহ