সময় কলকাতা ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর সোনার তরী কমিউনিটি হলে আজ বারুইপুর পৌরসভার প্রার্থীদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটর শুভাশিস চক্রবর্তী, কুনাল ঘোষ, সওকাত মোল্লা, অধ্যক্ষ বিমান ব্যানার্জি।
এদিন আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, ” বারুইপুরে যে সার্বিক উন্নয়ন হয়েছে তাতে মানুষ সন্তুষ্ট। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আরো বেশি করে দায়িত্ব মানুষের কাছে গিয়ে জনসংযোগের মাধ্যমে একদিকে কেন্দ্রের জনবিরোধী নীতির খারাপ দিক গুলোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে তুলে ধরা। ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৭টিতেই জয় সম্পর্কে নিশ্চিত করা। মানুষের ভোটে জয়লাভ করতে চাই। আমরা মনে করি ১০০% আশাবাদী, মানুষ আমাদের পাশে রয়েছেন ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া হয়েছে অর্থাৎ জয় আসবেই। মানুষ জানেন বোঝেন যারা অন্য দলকে সমর্থন করেন তারাও যাতে আমাদের দিকে আসে আমরা সেই চেষ্টা করব।”
পাশাপাশি তিনি আরো বলেন, “মানুষ তিনটি বিষয় দেখছেন কেন্দ্রের জনবিরোধী নীতি, রান্নার গ্যাসের দাম বাড়ছে প্রতিনিয়ত, জীবন বীমা সুরক্ষিত নয়, এলআইসি সুরক্ষিত নয়, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দেখতে পাচ্ছে সমস্ত রকম সুযোগ-সুবিধা দিতে পাশে রয়েছেন রাজ্য সরকার।”
বিরোধী-শূন্য হবে পুরভোট এপ্রসঙ্গে তিনি বলেন, “বিজেপির একাংশই বলছে এরা অপদার্থের দল বিজেপির নেতারাই যদি নেতৃত্বকে প্রত্যাখ্যান করে তবে মানুষ যে প্রত্যাখ্যান করবে এটা তো স্বাভাবিক ব্যাপার।”
More Stories
Banshdroni Accident: মহালয়ায় মহানগরীতে পথ দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির চাকায় পিষ্ট ছাত্র
মহানন্দার তীরে পরিত্যক্ত সদ্যোজাতের দেহ, খুবলে খেল কুকুর
Tiljala: “এ ঘটনা বিরল থেকে বিরলতম”, তিলজলায় শিশু ধর্ষণ-খুন মামলায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আলিপুর আদালত