সময় কলকাতা ডেস্কঃ দুষ্কৃতী মূলক কাজের আগেই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মালদার মানিকচক থানার পুলিশ। গোপন সূত্র মারফত খবর পেয়ে শেখপুরা এলাকায় অভিযান চালায় মানিকচক থানার পুলিশ। এর পরই ওই এলাকা থেকে গ্রেপ্তার হয় এক দুষ্কৃতী ।
জানা গেছে ধৃত ব্যক্তির নাম আবু তালেব।তিনি শেখপুরা এলাকার বাসিন্দা।শনিবার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মালদা জেলা আদালতে পাঠানো হয় তাকে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মানিকচক থানার আইসি অক্ষয় পালের নির্দেশে পুলিশ অভিযান চালায়। শেখপুরা এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশ।
এর পরই তল্লাশি করে তাঁর কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড গুলি।এই ঘটনায় ধৃতকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় থানায়।শনিবার তাঁর পুলিশি হেফাজতের দাবি করে মালদা জেলা আদালতে তোলা হয়। পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত বা এই দুষ্কৃতির কি উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।
More Stories
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত