Home » দুয়ারে সরকার ক্যাম্পে নেই সরকারি প্রতিনিধি

দুয়ারে সরকার ক্যাম্পে নেই সরকারি প্রতিনিধি

সময় কলকাতা ডেস্ক : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ থেকে শুরু হল দুয়ারে সরকার ক্যাম্প। কিন্তু সেখানেও উঠে আসছে নানান অভিযোগ।

অভিযোগ, যে এই দুয়ারে সরকার ক্যাম্পে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ড ডেস্কে কোন সরকারি প্রতিনিধি নেই। সেই কারণে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ। সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়েও এই দুটি ডেস্কের প্রতিনিধিকে খুঁজে পাওয়া যায়নি। সেই কারণেই ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মনে।

এই বিষয়ে বালুরঘাট মহকুমার মহকুমা শাসক সুমন দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য রাখতে চান নি। তিনি জানান, ‘অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা গ্রহণ হয়েছে। ওই দুটি ডেস্ককে প্রতিনিধি পৌঁছে গেছে।’

About Post Author