Home » বারুইপুরে প্রমোটরকে পিটিয়ে খুনের ঘটনায় নয়া মোড়, অভিসারে যাওয়া বান্ধবীর কথায় অসঙ্গতি

বারুইপুরে প্রমোটরকে পিটিয়ে খুনের ঘটনায় নয়া মোড়, অভিসারে যাওয়া বান্ধবীর কথায় অসঙ্গতি

সময় কলকাতা ডেস্কঃ  চোর সন্দেহে বারুইপুরে প্রমোটরকে পিটিয়ে খুনের ঘটনায় নয়া মোড়। ঘটনায় গ্রেফতার তিন। তাদের মধ্যে একজন মহিলা।  বৃহস্পতিবার গভীর রাতে বান্ধবীকে নিয়ে  ঘুরতে বেরিয়ে গ্রামবাসীদের মারের চোটে মৃত্যু হয় অভীক মুখার্জী নামে ওই যুবকের।।পুলিশ সূত্রের খবর, শুক্রবার ম্যারাথন জেরা করা হয় অভীকের বান্ধবী প্রিয়াঙ্কা সরকারকে। এই বান্ধবীর সঙ্গেই রাতে অভীক ঘুরতে বেরিয়েছিলেন।পরে যদিও প্রিয়াঙ্কাকে পুলিশ ছেড়ে দেয়। ওই যুবতীর অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ছাড়া পাওয়ার পর প্রিয়াঙ্কা জানায় যে অভীকের সঙ্গে তার নাকি দাদার মত সম্পর্ক ছিল।তারা এর আগেও বহুবার একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন । তবে অভীকের পরিবারের অভিযোগ কী কারণে সে বারুইপুর ছেড়ে অতরাতে ওই বেগমপুরে পৌঁছেছিলেন। তারও উত্তর খুঁজছে পুলিশ।

প্রসঙ্গত, পেশায় অভিক ছিলেন প্রমোটার। আর তার বান্ধবী ছিলেন বার ডান্সার।  রাতে অভীক প্রিয়াঙ্কাকে নিয়ে বাইকে করে ঘুরতে বের হন। এরপর বারুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনির ওই এলাকায় যাওয়ার পরই গ্রামের মানুষজন হঠাৎ তাদের দেখে চোর সন্দেহে চিৎকার করতে শুরু করে, সেখানেই মারতে শুরু করে তাদের। গ্রামবাসীদের দাবি গভীররাতে তারা ছাগল চুরি করতে এসেছিল । সেই সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। তার বান্ধবী  লুকিয়ে পড়লেও গ্রামবাসীদের মারধরের আঘাতে সেখানেই লুটিয়ে পড়েন অভীক ।খবর পেয়ে বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেব কুমার রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়।পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তোলে,‘চোরকে বাঁচাতে এসেছে’।

এরপর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।খুনের নেপথ্যে প্রমোটিং সংক্রান্ত কোনো বিবাদ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

About Post Author