সময় কলকাতা ডেক্সঃ কালিয়াচক ৩নং ব্লকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ এনেছিল বিরোধীরা।
বিরোধীদের অভিযোগ ,বিডিওকে কিভাবে আকন্দবাড়িয়ার মহিলা প্রধান কিভাবে ১০০ দিনের কাজে দূর্নীতি করছে তা তাঁরা জানিয়েছেন ।কিন্তু তারপরেও বিডিও অভিযোগগুলি নিয়ে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। নিরুপায় হয়ে কালিয়াচক ৩ পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে বিষয়টি জানান।বিরোধীদের দাবিপঞ্চায়েত সমিতির সভাপতি সব শুনে বিষয়টিতে হস্তক্ষেপ করেন। কালিয়াচকের বিডিও সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আর তার পরেই নড়েচড়ে বসে কালিয়াচক ৩নং ব্লকের বিডিও মামুন আক্তার ।
শনিবার বিডিও মামুন আক্তারের নির্দেশ জয়েন্ট বিডিও জীবন কৃষ্ণ মন্ডল ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আসে আকন্দবেড়িয়া পঞ্চায়েত এলাকায়।বিরোধীরা জয়েন্ট বিডিও এবং ইঞ্জিনিয়ারকে নিয়ে যায় গ্রামের বিভিন্ন ১০০ দিনের কার্ডধারীদের কাছে।সরকারি আধিকারিকদের এক ব্যক্তি জানান, ১০০দিনের কাজ করার জন্য দিন দুয়েক আগে উজিরপুর এলাকার মাঠে তাঁকে নিয়ে যাওয়া হয়।সেখানে তাঁকে দিয়ে কোনও কাজ করানো হয়নি। তার সঙ্গে আরও ১৫ থেকে ২০ জনকে নিয়ে আসা হয় ওই গ্রামে। কিন্তু পরে অ্যাকাউন্টে ১০০দিনের কাজের টাকা আসে।ত তারপরেই প্রধানের স্বামী দিলীপ মন্ডল গিয়ে তাঁর কাছে থেকে ওই টাকা নিয়ে নেয়।
অনিয়ম নিয়ে শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুন ঘোষ জানান, জয়েন্ট বিডিও সাহেবের সঙ্গে তারাও ওই এলাকা পরিদর্শন করেছেন ।তাঁর দাবি তাঁরা আকন্দবাড়িয় পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় ১০০ দিনের কাজের বোর্ড লাগানো দেখতে পান।কিন্তু সেখানে কোন কাজই করা হয়নি। তিনি অভিযোগ করেন,১০০ দিনের কাজ না করেই ভূয়ো বিল বানিয়ে টাকা আত্মসাত করেছে প্রধান।
More Stories
পুজোর আগেই রক্তাক্ত বীরভূম, কয়লাখনির বিস্ফোরণে মৃত ৭
গোপনে আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেইল, একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
জয়নগর কাণ্ডের ময়নাতদন্ত হবে আজ, মৃতদেহ নিয়ে পুলিশ হাজির কল্যাণী এমসে