Home » সিভিক ভলান্টিয়ারের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

সিভিক ভলান্টিয়ারের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন

সময় কলকাতা ডেস্কঃ সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চুরি করতে এসে  মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল চোরের দল। মৃত মহিলার নাম বেবি বিবি। শনিবার রাতে মালদার মানিকচক থানার শেখপুরা পূর্ব পাড়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।খুনের খবর পেয়ে রবিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছায় মালদার মানিকচক থানার পুলিশ।উদ্ধার করা হয় রক্তাক্ত দেহটি।এই ঘটনার নেপথ্যে নিহতের কোনো পরিচিতি লুকিয়ে আছে কিনা,সেদিকেও খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বেবি বিবি শেখপুরা পূর্ব পাড়া এলাকার বাসিন্দা।স্বামী সেখ সাজুদ শ্রমিকের কাজে ভিন রাজ্যে রয়েছে।ছেলে রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে মানিকচক থানায় কর্মরত থাকায় বাড়িতে ওই মহিলা একাই ছিলেন । রবিবার সকালে কাজ শেষ করে বাড়ি ফেরে ছেলে রফিকুল।মায়ের কোনো রকম সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ।

প্রাথমিকভাবে পুলিসের অনুমান, চুরি করার সময় ওই মদিলা দুষ্কৃতীদের চিনে ফেলেছিলেন। তাই দুষ্কৃতীরা ধরা পড়ে যাওয়ার ভয়ে ধারালো অস্ত্র দিয়ে  ওই মদিলাকে কুপিয়ে খুন করে।

 

About Post Author