সময় কলকাতা ডেস্কঃ পুরসভা নির্বাচনে রবীন্দ্রনাথের গানকে হাতিয়ার করে প্রচারে নামল তৃণমূল। রবিবার বোলপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রবীন্দ্র সংগীত গেয়ে ভোট প্রচার সারেন।দিন বিকালে রতনপল্লী মাঠে বসে চন্দন মণ্ডল সহ দলীয় কর্মীরা রবীন্দ্র সংগীত গাইতে থাকেন।পরে সেখান থেকে রবীন্দ্র সংগীত গাইতে গাইতে তারা মিছিল করে দিগন্তপল্লীতে প্রচার শুরু করেন। তার এই অভিনব প্রচারে খুশি স্থানীয় বাসিন্দারা।
প্রসঙ্গত, এবারের পুরসভা ভোটে শান্তিনিকেতনের একটা বড় অংশ বোলপুর পুরসভার মধ্যে এসেছে।বোলপুর পুরসভা চেয়েছিল বিশ্বভারতী সহ গোটা শান্তিনিকেতন পুরসভার এলাকার মধ্যে চলে আসুক।কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এই পুরসভার মধ্যে আসতে অস্বীকার করেন।ফলস্বরুপ রতনপল্লী,পূর্বপল্লী,দিগন্তপল্লী,শ্যামবাটী সহ একটা বড় অংশ ২ নম্বর ওয়ার্ডের মধ্যে চলে আসে।
এই এলাকাগুলিতে মূলত বিশ্বভারতীর আশ্রমিক,প্রাক্তনী,অধ্যাপক ও কর্মীরা থাকেন।তাই শান্তিনিকেতনের সব থেকে সম্ভ্রান্ত এলাকাগুলির মধ্যে এই ২ নম্বর ওয়ার্ড অন্যতম।এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডল।এবার বোলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ড একমাত্র ওয়ার্ড যেখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বতা হতে চলেছে।পুরসভার ২২ টি ওয়ার্ডের মধ্যে একমাত্র এই ওয়ার্ডে তৃণমূল,সি পি আই এম এবং বিজেপির মধ্যে লড়াই হচ্ছে।
স্থানীয় বাসিন্দা তনিমা দে বলেন,‘ভোট প্রচারে রবীন্দ্র সংগীত সত্যিই অভিনব।শান্তিনিকেতন এলাকার মানুষদের সঙ্গে রবীন্দ্র সংঙ্গীত ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে।তাই তৃণমূল প্রার্থীর এই প্রচারে আমরা খুশি’।বিশ্বভারতীর প্রাক্তনী সাগর মুখোপাধ্যায় বলেন,‘রাজনৈতিক নেতাদের এই ধরনের ভোট প্রচার আরো বেশি করে প্রয়োজন।প্রার্থীর এমন অভিনবত্ব প্রচারের সাধুবাদ জানাই’।
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে প্রচারের বিষয়ে প্রার্থী চন্দন মণ্ডল বলেন,‘আমি শান্তিনিকেতনে বড়ো হয়েছি,তাই গুরুদেব আমার অন্তরে রয়েছে।তাকে শ্রদ্ধা জানিয়েই রবিবার থেকে ভোট প্রচার শুরু করলাম’।এলাকার বাসিন্দাদের থেকে বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী।
More Stories
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
১৩ মাসের মধ্যে মৃত্যুদণ্ডের রায় :মাটিগাড়ায় ধর্ষণ-খুনের সাজা ফাঁসি, নির্দেশ দিল শিলিগুড়ি আদালত