Home » দুষ্কৃতী দৌরাত্বের প্রতিবাদ, গুলিবিদ্ধ প্রতিবাদীসহ ২

দুষ্কৃতী দৌরাত্বের প্রতিবাদ, গুলিবিদ্ধ প্রতিবাদীসহ ২

সময় কলকাতা : এলাকায় দুষ্কৃতী দৌরাত্ব ঠেকাতে বারবার সরব হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দক্ষিণ বাগীরহাট এলাকার বাসিন্দা প্রদীপ নস্কর। প্রতিবাদ করাটাই কি কাল হল প্রদীপবাবুর।শনিবার রাতে বিষ্ণুপুরের শুটআউটের ঘটনার পর থেকেই এলাকায় এখন এই প্রশ্ন খুরপাক খাচ্ছে। দুষ্কৃতীদের হামলায় প্রদীপবাবু ছাডাও আরও একজন জখম হন।হামলার ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা প্রদীপবাবু ও তাঁর সঙ্গে আহত এক গ্রামবাসীকে উদ্ধার করে  প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতাল নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে প্রদীপবাবুকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই দক্ষিণ বাগীরহাট এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য ক্রমশ  বেড়েই চলছিল । দুষ্কৃতীদের হটাতে ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করেছিলেন স্থানীয় বাসিন্দা প্রদীপ নস্কর। তারপরেই শনিবার জনবহুল এলাকায় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুনের চেষ্টা করে। প্রদীপবাবু গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জখম হন এলাকার আরেক বাসিন্দা।

এই  হামলার ঘটনার পরেই ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওসামাজিক কাজের প্রতিবাদ করায় দুষ্কৃতীরা প্রদীপবাবুকে খুনের চেষ্টা করে। অবিলম্বে অভিযুক্তদের গ্রপ্তারের দাবিতে সরব হয়েছেন গ্রামের বাসিন্দারা।  যার ফলে গুলিবিদ্ধ হতে হয় তাকে বলে অনুমান স্থানীয় সূত্রে।

 

About Post Author