সময় কলকাতা : প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে।রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে মৃত্যু হয় ক্রেতাসুরক্ষা মন্ত্রীর।তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।গত বছর ডিসেম্বর মাস থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ফুসফুসের সংক্রমণ নিয়ে সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত ৪ দিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল বলে জানা গিয়েছিল বছর ফুসফুসে সংক্রমণ নিয়ে মানিকতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গতকাল তাঁর মেয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তারপর এদিন তাঁর মৃত্যু হয়।বিকালেই তাঁর মরদেহ কলকাতায় নিয়ে আসা হয়।রবিবার তাঁর মৃতদেহ রাখা থাকবে পিস ওয়ার্ল্ডে। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সাধন পাণ্ডের রাজনৈতিক কর্মজীবন কংগ্রেসের হাত দিয়ে শুরু হলেও পরবর্তীকালে ঘাসফুল শিবিরে যোগদান করেন। ১৯৯৮ সালে তিনি কংগ্রেসের প্রার্থী হিসেবে কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়েছিলেন। কিন্তু সেই নির্বাচনে সাধন পাণ্ডে হেরে যান ।২০১১ সালে হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন সাধন পাণ্ডে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জয়ী হন। ২০১১ সাল থেকেই মমতার ক্যাবিনেটে নিজের উপস্থিতি বজায় রেখেছিলেন তিনি। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর তিনি ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজনীতির ময়দানে সেইভাবে দেখা যায়নি তাকে। অসুস্থতার কারণে রাজনীতির ময়দান থেকে অনেকদিন আগে থেকেই বিচ্ছিন্ন ছিলেন তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে।
এদিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় টুইটে শোকবার্তা জ্ঞাপন করেছেন। তিনি টুইট বার্তায় লিখেছেন, “আমাদের বর্ষীয়ান সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইয়ে মারা গিয়েছেন। ওঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার। উনার প্রয়াণে আমি ব্যথিত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।” রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীর মৃত্যুতে কলকাতা শহরের সমস্ত সরকারি অফিসের জাতীয় পতাকা আজ অর্ধনমিত থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
More Stories
রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ফাঁসিদেওয়ায় জখম চিতাবাঘ! আহত চিতাবাঘটি চিকিৎসাধীন
আবার পুলিশি ভ্যানে হামলা চালিয়ে, এসআইকে কুপিয়ে অভিযুক্তকে নিয়ে পালাল দুষ্কৃতীরা!
বড় সাফল্য বর্ধমান জেলা পুলিশের, উদ্ধার ৭২ কেজি গাঁজা!