সময় কলকাতা ডেস্কঃ “জীবে প্রেম কর যেই জন সেই জন সেবিছে ঈশ্বর” দ্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে মানুষের সেবায় ব্রতী হয়েছেন আগরপাড়ার রায় পরিবার। মানুষের পাশে সব সময়ই থেকেছেন এই রায় পরিবার। এদিনও তার অন্যথা হয়নি। বৃহস্পতিবার প্রয়াত দিলীপ কুমার রায়, ,তাঁর স্ত্রী ঝর্ণা রায় ও দিলীপবাবুর ভাই মিহির কুমার রায়ের স্মরণে দুপুরে ও রাতে ভবঘুরে, পথশিশু ও অসহায় বয়স্কদের বসে খাওয়ানোর ব্যবস্থা করেন তাদের পরিবার। এদিন প্রয়াত দিলীপ কুমার রায় ও ঝর্ণা রায়ের ছেলে সৌমিত্র রায় ও মেয়ে রুমা দাশগুপ্ত জানান, হৃদয়পুর নবসোপান প্রাঙ্গণে এদিন শতাধিক পথশিশু ও ভবঘুরেদের দুপুরে ও রাতে বসিয়ে খাওয়ানোর পাশাপাশি একেবারে ছোট পথশিশুদের জন্য দুধ বিস্কুট খাওয়ানোরও ব্যবস্থা করেন তাঁরা। পাশাপাশি যাদের শীতে কোন অবলম্বন জোটেনা তাঁদের প্রত্যেকের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয় এদিন। এদিনের এই কর্মসূচিতে প্রয়াত দিলীপ কুমার রায়, ঝর্ণা রায় ও মিহির কুমার রায়ের পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন হৃদয়পুর নবসোপান স্বেচ্ছেসেবী সংস্থার সম্পাদিকা রত্না রায়, সৌভিক ঘোষ, সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা।
More Stories
RG Kar Protest Kumortuli: ‘আমার দুর্গা’-র বিচারের দাবিতে রাজপথে কুমারটুলির মৃৎশিল্পীরা, কতটা পথ পেরোলে বিচার পাওয়া যাবে, জানতে চান হাতে টানা রিক্সাচালকেরা
ঘুষ নেওয়া বন্ধ করুন নইলে ভিক্ষা করুন, বিএলআরও আধিকারিককে চামড়া তুলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের
Road Accident: পশ্চিম মেদিনীপুরের বেলদায় ভয়াবহ দুর্ঘটনা , চারচাকা গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু