Home » বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তুফানগঞ্জে

বিজেপি প্রার্থীকে অপহরণের অভিযোগ তুফানগঞ্জে

সময় কলকাতা : রাজ্য জুড়ে ১০৮টি পুরসভার নির্বাচন হচ্ছে আজ। সেই নির্বাচনে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী প্রসেনজিৎ বসাককে অপহরণের অভিযোগ। ঘটনায় তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি নেতৃত্ব।

তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় জানিয়েছেন, “পৌরসভায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে ।প্রশাসন বাধা দিচ্ছে। এ আমরা কোন গণতন্ত্রে বাস করছি ?”  বিধায়কের আরও অভিযোগ তৃণমূল ভোটে অশান্তি সৃষ্টি করতে কংগ্রেসের ব্লক সভাপতির বাড়িতে বহিরাগতরা আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, তুফানগঞ্জ পুরসভার, ৮ নম্বর ওয়ার্ডের ১৭৯ নম্বর বুথে বিজেপির এজেন্ট বসতে বাধা দেওয়ার মতন অভিযোগ ওঠে এদিন। বিজেপির এজেন্টদের আক্রমণ করার অভিযোগ ওঠে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।

প্রসঙ্গত, আজ বাংলার ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। নির্বাচনে নিরাপত্তায় একটুও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন। এদিন রাজ্যের ১০৮টি পুরসভার প্রায় ২ হাজার ২৭৬টি বুথে এই ভোটগ্রহণ চলছে। কোভিড বিধি মাথায় রেখেই প্রতিটি বুথে কোভিড উপরে বাড়তি সতর্কতা দান করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিস দিয়েই পুরভোট করাচ্ছে নির্বাচন কমিশন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

About Post Author