Home » বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার

বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার

সময় কলকাতা ডেস্ক:  সুকান্ত পল্লী থেকে একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বনদপ্তর ।

সোনামুখী কলেজের সামনে সুকান্ত পল্লী এলাকায় তাপস চ্যাটার্জি নামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় চার ফুট লম্বা একটি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করল সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা । বনদপ্তর সূত্রে জানা যায়, সুরজিৎ খান নামে এক যুবক তাপস চ্যাটার্জির বাড়িতে ভাড়া থাকেন তিনিই প্রথম এই বিষধর চন্দ্রবোড়া সাপটিকে দেখতে পান । তখন তিনি বনদপ্তরে খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই সাপটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যান। পরে সোনামুখীর গভীর জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হয় ।

এ বিষয়ে সোনামুখী রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী জানান, “পরিবেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে তাই সকলে একটু সতর্ক থাকবেন । সাপ মারবেন না। আমাদের খবর দেবেন।”

About Post Author