সময় কলকাতা ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : অসময়ে নক্ষত্র পতন। ভুগছিলেন প্যানক্রিয়াসের অসুখে। তা’বলে এত সাততাড়াতাড়ি তিনি চলে যাবেন কেউ ভাবে নি। অনুপমা সিরিয়াল খ্যাত তারকা অভিনেতা ঋতুরাজ সিং প্রয়াত হলেন। বয়স হয়েছিল মাত্র ৫৯। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।অভিনয় জগতে শোকের ছায়া।
ঋতুরাজ সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনয় জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এক্স-এ (আগের টুইটার) অভিনেতা আরশাদ ওয়ারসি লিখেছেন, “ঋতুরাজ মারা গিয়েছেন জেনে আমি খুবই শোকাহত। আমরা একই বিল্ডিংয়ে থাকতাম, তিনি একজন প্রযোজক হিসেবে আমার প্রথম চলচ্চিত্রে পাশে ছিলেন। একজন বন্ধু এবং একজনকে হারাতে হল।
দুর্দান্ত অভিনেতা… আপনাকে মিস করব ভাই…”
বনেগি আপনি বাত, জ্যোতি, হিটলার দিদি সহ অনুপমার যশপাল চরিত্রের কলাকার ঋতুরাজসিং বহু চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
More Stories
শ্যাম বেনেগাল প্রয়াত
প্রয়াত একটি জীবন, প্রয়াত রাজা মিত্র
২০২৪ সালের সেরা একডজন ভয়ের সিনেমা