Home » DA: মে নয়, এপ্রিল থেকেই ৪ শতাংশ DA বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি

DA: মে নয়, এপ্রিল থেকেই ৪ শতাংশ DA বৃদ্ধি রাজ্য সরকারি কর্মীদের, জারি বিজ্ঞপ্তি

সময় কলকাতা ডেস্ক, ১২ জুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। জামাইষষ্ঠীর আগেই বড় উপহার ঘোষণা করল রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে রাজ্যে। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন মিলে তৈরি হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এসবের মাঝেই এবার কথা রাখলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটের আগেই ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। ১ মে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকাদের। ইতিমধ্যেই তা পেতেও শুরু করেছেন তাঁরা। এর মাঝেই নয়া ঘোষণা করল অর্থদপ্তর।

আরও পড়ুন   ভোট মিটতেই আমলা, পুলিশ অফিসারদের পুরনো পদে ফেরানোর পক্রিয়া শুরু করল নবান্ন

জানা গিয়েছে, বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাওয়া যাবে ১ এপ্রিল থেকেই। অর্থাৎ জুন মাসের শেষে কর্মীদের যে বেতন ঢুকবে তাতে তাঁরা এপ্রিল মাসের বকেয়া সঙ্গে এ মাসেরও ডিএ পাবেন। মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সেখানে জানানো হয়েছে , এপ্রিল থেকেই তাদের ডিএ বাড়ছে। অর্থাৎ এপ্রিল মাসেরও ডিএ তারা পেতে চলেছে। সব মিলিয়ে বর্তপ্রসঙ্গত, সব মিলিয়ে বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ ১৪ শতাংশ। বিষয়টি সামনে আসতেই খুশি সরকারি কর্মীদের একটা বড় অংশ। জানা গিয়েছে, DA বৃদ্ধির পর মোটের উপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে ৮০০ টাকার মতো বেড়েছে।

উল্লেখ্য, গত বছর ২১ ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছিলেন। ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে ওই বিজ্ঞপ্তিটি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের পেনশন প্রাপকেরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে ডিএ দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন।

About Post Author