সময় কলকাতা ডেস্ক, ৯ জুলাইঃ লোটে মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ভাত, ফ্রায়েড রাইস হোক বা পোলাও— সবকিছুর সঙ্গেই মাছের যে কোনো আইটেম একেবারে জমে যায়। পাতুরি মানেই কি ইলিশ? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক লোটে মাছের পাতুরি। লোটে মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কলা পাতায় লোটে মাছের পাতুরি। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এই লোটে মাছের পাতুরি। লোটে মাছের পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
আরও পড়ুন ইউক্রেন যুদ্ধের আবহে প্রথম রাশিয়া সফরে মোদি , নৈশভোজে পুতিনের কাছে বিশেষ অনুরোধ প্রধানমন্ত্রীর
উপকরণ
লোটে মাছ – ৫০০ গ্রাম
কালো সর্ষে বাটা-২ টেবিল চামচ
সাদা সর্ষে বাটা-৩ টেবিল চামচ
পোস্ত বাটা-২ টেবিল টামচ
কাঁচা লঙ্কা বাটা-২টেবিল চামচ
রসুন বাটা-১ টেবিল চামচ
নারকেল বাটা-২ টেবিল চামচ
টক দই-২ টেবিল চামচ
হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
নুন ও চিনি-স্বাদমতো
সর্ষের তেল-৩ টেবিল চামচ
কলা পাতা-১টি
পদ্ধতি
প্রথমে গরম জলে নুন দিয়ে মাছ সেদ্ধ করে নিতে হবে। এরপর সেদ্ধ মাছের থেকে কাটা বের করে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে ফেলতে হবে। সমস্ত মশলাগুলি একসাথে মিক্সিতে পেস্ট করে নিন। এবার বাটা মশলার সঙ্গে টক দই, চার চামচ তেল ও নুন, এক চিমটে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লোটে মাছের মধ্যে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। এরপর ননস্টিক প্যান বা কড়াইতে প্রথমে একটা কলাপাতা তারপর আর একটা কলা পাতা দিয়ে তারপর অল্প সর্ষের তেল মাখিয়ে নিতে নিন। এর মধ্যে ম্যারিনেট করা মাছ দিতে হবে তার উপর আরও একটা কলা পাতা চাপা দিয়ে তার ওপর একটা ঢাকনা চাপা দিয়ে দিন। এরপর অল্প আঁচে আধঘন্টা থেকে ৪০ মিনিট রাখুন, যতক্ষণ না নিচের পাতাটা পুড়ে যাবে ওপরের পাতাটা পুরো শুকিয়ে যাবে। আধঘণ্টা পর কাঁচালঙ্কা ও তেল ওপরে দিয়ে ছড়িয়ে দিলেই তৈরি লোটে মাছের পাতুরি। গরম ভাতের সঙ্গে দারুণ জমবে এই পদ।
#LATESTBENGALINEWS
More Stories
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ
ট্রেনে মাত্র ৩০ মিনিটেই দিল্লি থেকে জয়পুর! কি করে!
এই গরমে তিস্তা বক্ষে অফবিট লোকেশনের সন্ধান