সময় কলকাতা ডেস্ক, ১৬ জুলাইঃ বাংলায় ২০২১-এর বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ৪০টি মামলা এবার রাজ্যের বাইরে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, বাংলায় মামলা চালানোর পরিস্থিতি নেই। এইসব মামলার সাক্ষী, আইনজীবীদের হুমকি দেওয়া হচ্ছে। ক্রমাগত ভয় দেখানো হচ্ছে। তাই মামলা চালানোর কোনওরকম পরিস্থিতিই নেই রাজ্যে। সিবিআইয়ের এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের থেকে জবাব তলব করেছে শীর্ষ আদালত। এবার এই ইস্যুতে আগামী ৩ সপ্তাহের মধ্যে সিবিআইকে তাদের বক্তব্য জানাতে বলা হল।
আরও পড়ুন Wimbledon 2024 : টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন স্পেনের আলকারাজ, স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকারকে
একুশের বিধানসভা ভোটে বড়সড় ব্যবধানে জয়ী হয় তৃণমূল। তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত ভাবে হিংসার ঘটনা ঘটেছিল। অধিকাংশ ক্ষেত্রেই অত্যাচারের অভিযোগ তুলে সরব হয় বিরোধীরা। কলকাতা হাই কোর্টে একের পর এক মামলা দায়ের হয়। পরবর্তীতে কলকাতা হাই কোর্ট খুন, ধর্ষণের মতো ঘটনার তদন্তভার দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। দীর্ঘদিন ধরে চলছে সেই মামলা। সিবিআইয়ের অভিযোগ, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ৪০ টি মামলার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে। সাক্ষী ও আইনজীবীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। আক্রান্ত হচ্ছে।
এই অভিযোগকে সামনে রেখেই ৪০টি মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। তারপরেই রাজ্যের মতামত জানতে চায় আদালত। তার পরিপ্রেক্ষিতে সিবিআইকে নিজের বক্তব্য আগামী তিন সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্য সরকার প্রাথমিকভাবে দাবি করেছিল, যে সময়ে হিংসার ঘটনাগুলি ঘটে তখনও রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে ছিল। পরে এ ব্যাপারে তদন্তও শুরু করে রাজ্য পুলিশ। কিন্তু বিজেপি-সহ বিরোধীরা এ ব্যাপারে সিবিআই তদন্তের দাবি জানায়। সেই দাবি মেনে নিয়ে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। কিন্তু সর্বোচ্চ আদালতও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে।
#SupremeCourt
#CBI
#নির্বাচনপরবর্তীহিংসামামলা
#Latestbengalinews
More Stories
অনশন প্রত্যাহার চাকরিহারাদের, মঞ্চ থেকেই নতুন হুঁশিয়ারি!
রাজ্যে কবে হবে ছাত্র সংসদের নির্বাচন, জানালেন শিক্ষা মন্ত্রী
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা