সময় কলকাতা ডেস্ক, ১ আগস্টঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার ভোর থেকে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এর মধ্যে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। এদিন আনিসুর ও মুকুলের বাড়ি ছাড়াও পিজি রাইস মিলেও তল্লাশি চালান ইডি আধিকারিকরা। দিনভর তল্লাশির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করে দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশকে। সেই মতো বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিলেন তিনি। সূত্রের খবর, আনিসুর ও মুকুলের চালকল থেকে ম্যারাথন তল্লাশির পর উদ্ধার হয় রাজ্য সরকারের খাদ্য দফতরের সিল যুক্ত নথি। এছাড়াও উদ্ধার বাকিবুর রহমানের চালকলের নথিও।
আরও পড়ুন বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ, জলের তোড়ে ভেসে গেল বাড়িঘর, নিখোঁজ অন্তত ৩৬
ইডি সূত্রে খবর, আনিসুর ও মুকুলের চালকল ছাড়াও বি.এড, ডি.এলএড কলেজ রয়েছে। রয়েছে আবাসিক মিশনও। সূত্র মারফত জানা গিয়েছে, আনিসুর ও মুকুল হলেন বাকিবুর রহমানের মামাতো ভাই। এই আনিসুর আবার তৃণমূলের ব্লক সভাপতিও। কীভাবে খাদ্য দফতরের নথি আনিসুরের চালকলে পৌঁছল? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে মুকুল রহমানের বাড়ি ছাড়াও মঙ্গলবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি, রাইস মিলে হানা দেয় ইডির আধিকারিকরা। এর আগে সোনা পাচার, গোরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়ে ছিল বারিক বিশ্বাসের। এমনকী, ২০১৪ সালে সোনা পাচার মামলায় তিনি গ্রেফতারও হন। তারই মধ্যে এবার রেশন বন্টন দুর্নীতিতেও নাম জড়ায় বারিক বিশ্বাসের। রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণে টাকা সোনা এবং ইঁট ভাটার ব্যবসায় বিনিয়োগ করেছিল বারিক বিশ্বাস, এমনটাই দাবি ইডির।
প্রসঙ্গত, রেশন দুর্নীতিকাণ্ডে আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই উঠে এসেছিল বারিক বিশ্বাস, মুকুল রহমানদের নাম। এঁরা সকলেই চালকলের মালিক, এছাড়া বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত।
#DegangaTrinamoolleaderAnisurRahman
#CGOcomplex
#Rationcorruptioncase
#Latestbengalinews
More Stories
ভোটার তালিকায় ‘ভূত’ ধরতে আরও কড়া অভিষেক , ৫ দিনের মধ্যে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ
‘যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি ‘ কী বললেন অভিষেক ?
‘ভুয়ো’ ভোটার ইস্যুতে তুঙ্গে তর্জা, তৎপরতা দেখাল নির্বাচন কমিশন, কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসছে কমিশন