Home » ফের রাজ্যের একাধিক দফতরের সচিব বদল, শিক্ষাসচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে

ফের রাজ্যের একাধিক দফতরের সচিব বদল, শিক্ষাসচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে

সময় কলকাতা ডেস্ক, ১ আগস্টঃ ভোট মিটতেই ফের রাজ্যের একাধিক দফতরের সচিব বদল। এবার শিক্ষাসচিবের পদ থেকে সরানো হল মণীশ জৈনকে। তার বদলে নতুন শিক্ষাসচিব হলেন বিনোদ কুমার। মণীশকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে স্থানান্তর করা হল। একই সঙ্গে মোট ৯ আইএএস অফিসারের দফতর বদল হয়েছে। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দপ্তরের প্রধান সচিবের পদে ছিলেন মণীশ। তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রধান সচিব পদে পাঠানো হল।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: জেমস বন্ডের মত দৃষ্টিশক্তি আপনার, নিচের দেওয়া ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

এছাড়াও বদল আনা হয়েছে সংখ্যালঘু উন্নয়ন, খাদ্য ও সরবরাহ, জনস্বাস্থ্য-সহ একাধিক দফতরে। পুর ও নগরোন্নয়ন দফতরের প্রধান সচিব হলেন গুলাম আলি আনসারিকে। একই সঙ্গে মালদহ ডিভিশনের ডিভিশনাল কমিশনারের দায়িত্বও সামলাতে হবে তাঁকে। সংখ্যালঘু সেলের দায়িত্বে আনা হল পি বি সেলিমকে। জিটিএ-র প্রধান সচিব করা হল বিজয় ভারতীকে। স্টেট গেজাটার্সের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হল সৌম্য পুরকাইতকে। কারিগরি শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে জয়শী দাশগুপ্ত, উচ্চশিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদে আনা হল অমিত রায়চৌধুরীকে। শিলাদিত্যু বসুরায় হলেন রাষ্ট্রায়ত্ব ও শিল্প পুনর্গঠন দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মণীশের। সে সময় তাঁকে শিক্ষা সচিবের পদ থেকে অপসারণের দাবিও তুলেছিল বিরোধীরা। লোকসভা নির্বাচনের পর প্রশাসনিক বৈঠকে মমতার প্রশ্নের মুখে পড়তে হয়। জানা যায়, মণীশ জৈন নাকি কোনও ফাইলে সই করার সময় লিখে দিচ্ছেন, উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের দাবি, এগুলি সবই রুটিন বদলি। এর সঙ্গে অন্যর কোনও কিছুর সম্পর্ক নেই। মণীশের জায়গায় আনা হয়েছে বিনোদ কুমারকে। এতদিন পুর ও নগরোন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি।

#Latestbengalinews 

#WestBengalgovernment 

#ManishJain

About Post Author