স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ অগষ্টঃ প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ইতিহাস গড়েছেন মনু ভাকের (Manu Bhaker)। প্রথম ভারতীয় শ্যুটার হিসাবে প্রতিযোগিতার এক সংস্করণে জিতেছেন জোড়া পদক। নিজের নাম তুলেছেন ইতিহাসের পাতায়। তাঁর সামনে ছিল তৃতীয় পদকের হাতছানি। তাঁকে ঘিরে প্রত্যাশাও বাড়ছিল দেশবাসীর। কিন্তু স্বপ্নপূরণের দোরগোড়া থেকে ফিরলেন ভারতীয় শ্যুটার। ২৫ মিটার এয়ার পিস্তলে দুরন্ত শুরু করেও শেষ করলেন চতুর্থ স্থানে।
আরও পড়ুনঃ মনু ভাকের কি অলিম্পিক পদক জয়ের হ্যাটট্রিক করবেন? সারাদেশের চোখ এখন প্যারিসে
এই ইভেন্টে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতীয় শ্যুটার। কিন্তু শুরুটা আশাপ্রদ হয়নি। প্রথম পাঁচ শটের সিরিজে দুটি শট কাজে লাগে। কারণ প্রতিযোগিতার নিয়মানুযায়ী ১০ পয়েন্টের নিচে মারলে পয়েন্ট যোগ হয়না। দ্বিতীয় পাঁচ শটের সিরিজেও একটি শট মিস করেন ভারতীয় শ্যুটার। উঠে আসেন চতুর্থস্থানে। তৃতীয় পাঁচ শটের সিরিজে অবিশ্বস্য প্রত্যাবর্তন করেন মনু। সবকটি শট সঠিক মেরে উঠে আসেন দ্বিতীয় স্থানে।
আরও পড়ুনঃ ৫২ বছর পরে অলিম্পিকে হকিতে ভারত হারাল অস্ট্রেলিয়াকে? কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কোন দেশ?
চতুর্থ সিরিজ থেকে চাপ শুরু হয়। কারণ এই পর্বে শুরু হয় এলিমিনেশন। এই সিরিজের পর ছিটকে যান আমেরিকার শ্যুটার কেটি। যুগ্ম ভাবে ষষ্ঠস্থানে শেষ করেন মনু। পঞ্চম সিরিজে সব কটি শটেই নিশানা সঠিক রাখেন তিনি। এই পর্বে ছিটকে যান ভিয়েতনামের প্রতিযোগী। তিনি সাত নম্বরে ছিলেন। ভারতীয় শ্যুটার উঠে আসেন তৃতীয় স্থানে। যুগ্মভাবে তৃতীয় স্থানে ছিলেন মনু। ষষ্ঠ সিরিজে ছ’জনের প্রতিদ্বন্দ্বিতা থেকে ইরানের প্রতিযোগী ছিটকে যান। পাঁচ জনের মধ্যে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন মনু।
আরও পড়ুনঃ Diksha Dagar : গাড়ির পিছনে গাড়ির ধাক্কা, অলিম্পিক্সে দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রীড়াবিদ
সপ্তম সিরিজে বড় ধাক্কা খান ভারতীয় শ্যুটার। পাঁচটির মধ্যে একটি শুট মিস করে বসেন মনু। পাঁচ নম্বরে শেষ করে এই সিরিজ থেকে ছিটকে যান চিনের প্রতিদ্বন্দ্বী। অষ্টম রাউন্ডে মনু ও হাঙ্গেরির ভেরনিকা মেজর দুজনেরই পয়েন্টের সংখ্যা দাঁড়ায় ২৮। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পাঁচটি শটের মধ্যে তিনটি বাইরে মারেন মনু। শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থেকেই শেষ করেন ভারতীয় শ্যুটার। মনুকে টাইব্রেকারে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেন ভেরনিকা।
More Stories
US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম
Bajrang Punia: “তোমার জন্য শেষ বার্তা..” বিদেশ থেকে প্রাণনাশের হুমকি মেসেজ পেলেন বজরং
UEFA Nations Cup: ১০ জন নিয়েও বড় জয় স্পেনের, ৪-১ গোলে চুরমার করল সুইজারল্যান্ডকে