Home » বঙ্গবিভাগ নিয়ে বিজেপিকে আক্রমণ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার

বঙ্গবিভাগ নিয়ে বিজেপিকে আক্রমণ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার

সময় কলকাতা ডেস্ক, ৫ অগাস্ট : বাংলা ভাগের ইস্যুতে বিজেপিকে অস্বস্তিতে ফেলার জন্য একা কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক  বিষ্ণুপ্রসাদ শর্মা একাই একশো। বিজেপির বিধায়ক হয়েও তিনি বিস্ফোরক বিজেপির বিরুদ্ধে।তৃণমূল কংগ্রেস সোমবার বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাব আনে। ‘মোশান এগনষ্ট বেঙ্গল পার্টিশান’ প্রস্তাবের ওপরে আলোচনায় বিষ্ণুপ্রসাদ শর্মা অংশ নিতে চাইলেও বিজেপি তাঁকে বলতে দেয় নি। এরপরে বিধানসভা থেকে ওয়াকআউট করেন কার্শিয়াংয়ের বিধায়ক। বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি মুখে বঙ্গভঙ্গের কথা বলে কিন্তু বিধানসভায় উল্টো কথা বলে। বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে।

সোমবার বিধানসভায় বাংলা ভাগের প্রস্তাব আনেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। আর এই প্রস্তাব নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে চেয়েও না পেরে বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ওয়াকআউট করে বিধানসভার অলিন্দে এসে বলেন, যারা কোনওদিন বিধানসভায় আসে না তাদের দিয়ে দল আলোচনায় বলাচ্ছে। তাঁর তোপ, ” আমাকে বাংলা ভাগের কথা বলেই দলে আনা হয়েছিল বিজেপি ছাড়ব না, দলে থেকেই বিজেপির বিরুদ্ধে লড়ব”। তিনি জানিয়েছেন এনিয়ে বিজেপির বিরুদ্ধে তিনি বই লিখছেন। দশম শ্রেণী পাশ করা বিজেপি বিধায়ক এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী থাকা সত্ত্বেও নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন । ভোটে শোচনীয় হার হয় তার। মাত্র ৭৪৪৭ ভোট পেয়েছিলেন। অথচ কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে  ১৫ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তখন বঙ্গ বিজেপি তাঁর সম্পর্কে মূল্যায়ন করলেও  তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। এবার বিজেপি কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।।

আরও পড়ুন অখিল গিরির পদত্যাগ : কী বার্তা দিলেন মমতা? নেপথ্যে কোন সমীকরণ?

 

About Post Author