Home » সন্দেশখালিতে জমি এবং ভেড়ি দখলের মামলায় ফের শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে তলব ইডির

সন্দেশখালিতে জমি এবং ভেড়ি দখলের মামলায় ফের শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে তলব ইডির

সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট : সন্দেশখালিতে জোর করে জমি এবং ভেড়ি দখলের মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। পাশাপাশি তদন্ত চালাচ্ছে ইডিও। এই মামলার তদন্তে এর আগে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন , এবং তাঁর জামাই ও গাড়িচালককে চারবার তলব করেছিল ইডি। কিন্তু সেই তলবে সাড়া না মেলায় রাজ্য পুলিশের সাহায্য নিয়ে সিরাজউদ্দিনকে ফের পঞ্চমবার নোটিস পাঠাল ইডি। আগামী সোমবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার সমন এড়িয়ে গেলে আইনি পদক্ষেপও করা হতে পারে। যদিও এখনও অবধি কোনও খোঁজ নেই শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের। তাঁকে এর আগেও একাধিকবার নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, রেশন দুর্নীতি এবং জমি, ভেড়ি দখল সংক্রান্ত অভিযোগেই তলব করা হয়েছে তাঁকে। শেষমেশ ইডির তলবে তাঁরা সাড়া দেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন  Bangladesh: ছাত্রদের দাবি মেনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সন্দেশখালিতে জমি দখল করে ভেড়ি, ধর্ষণ সহ সমস্ত অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালত স্পষ্ট করে দিয়েছিল সন্দেশখালি নিয়ে অভিযোগ জানাতে হলে সিবিআই কে শীঘ্রই ইমেল আইডি চালু করতে হবে সেইসঙ্গে পোর্টাল তৈরি করতে হবে। কিন্তু, সন্দেশখালিতে নারী নির্যাতন ও জমি-ভেড়ি দখল নিয়ে সিবিআই তদন্তের বিরোধিতায় রাজ্যের দায়ের করার মামলার শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে। এর আগে এই মামলায় হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি বসাতে হবে, বসাতে হবে LED আলোও। মামলাকারীদের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিশন গড়ার আর্জি জানিয়েছিলেন।

শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সব কিছু দেখে আমাদের কোনও সন্দেহ নেই যে এক্ষেত্রে স্বাধীন তদন্তকারী সংস্থার প্রয়োজন রয়েছে। রাজ্য সব সহযোগিতা করবে তদন্তকারী সংস্থাকে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায়বিচারের স্বার্থে সন্দেশখালির ঘটনায় যে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, সে বিষয়ে আদালতের কোনও সন্দেহ নেই। মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ, বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেড়ে নেওয়া-সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে, সিবিআই সন্দেশখালির মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে। সিবিআইয়ের চালু করা ইমেল আইডির মাধ্যমে অভিযোগ জানাতে হবে। অভিযোগকারীদের গোপনীয়তা বজায় রাখতে এই ব্যবস্থা। সন্দেশখালি এলাকায় ওই ইমেল আইডির প্রচার করতে হবে উত্তর ২৪ পরগনার জেলাশাসককে। স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক কাগজেও ওই বিষয়ে মানুষকে অবহিত করতে হবে বলেও জানিয়েছে হাই কোর্ট।
#SandeshkhaliCase
#CalcuttaHighCourt
#Latestbengalinews

About Post Author