সময় কলকাতা ডেস্ক: বাঙালীর ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পুজোতে বৃষ্টির আশঙ্কার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।পূর্বাভাষ মেনেই পুজোর আগের দিন সকাল থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে নিম্নচাপের বৃষ্টি। আর তাতেই ধাক্কা খেয়েছে পুজোর বাজার।সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে পড়েছে আমজনতা। বৃষ্টির জন্য ক্রেতারা সেভাবে বাজারমুখী না হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রি বাটার আশায় প্রচুর ফল মজুদ করেছে ফল ব্যবসায়ীরা । কিন্তু ক্রেতা না থাকায় ফল নষ্ট হয়ে বিপুল পরিমান সোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিদ্যারদেবীর আরাধণার জন্য পুজোর দু একদিন আগে থেকেই বিভিন্ন সাইজের প্রতিমার পসরা নিয়ে রাস্তার ধারে হাজির হন বেশ কিছু ব্যবসায়ী। কেউ নিজে প্রতিমা তৈরি করে আবার কেউ ফাটকা লাভের জন্য প্রতিমা কিনে এনে বিক্রি করেন। অধিকাংশ প্রতিমা বিক্রেতারাই খোলা আকাশের নীচে ফুটপাতে তাঁদের পসরা সাজিয়ে বসেন। সকাল থেকে বৃষ্টি শুরু হতেই কোনও রকমে প্লাস্টিক ঢাকা দিয়ে প্রতিমা বাঁচানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তাই লাভ তো দূরের কথা লোকসান খেকে বাঁচতে জলের দরে প্রতিমা বিক্রি করেও ক্রেতা মিলছে না। ফলে চরম সমস্যায় প্রতিমা ব্যবসায়ীরা
বাকদেবীর আরাধনার সামগ্রী সংগ্রহ করতে গিয়ে বিক্রেতাদের মতোই সমস্যায় পড়েছেন ক্রেতারা।বৃষ্টির কারণে বাজারে বেরোলেও প্রতিমা থেকে ফল সবকিছু ঢাকা থাকায় পছন্দের জিনিস কিনতে সমস্যায় আমজনতা। শুধু তাই নয় প্রতিমা থেকে শুরু করে পুজোর সামগ্রী কিনলেও বৃষ্টি থেকে তা বাঁচিয়ে ঘরে তুলতে কার্যত কালাঘাম ছুটছে।
More Stories
অবৈধ ভাবে এসে নদিয়ায় গা ঢাকা! বাংলাদেশ ফেরার পথে দালাল-সহ ধৃত দুই অনুপ্রবেশকারী
নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ শিয়ালদহ আদালতের
দাড়ি গোঁফ কাটিয়েও শেষরক্ষা হল না, ডোমকলে পুলিশের উপর হামলায় গ্রেপ্তার মূল অভিযুক্ত