Home » কমছে করোনার সংক্রমণ,স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ

কমছে করোনার সংক্রমণ,স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ

সময় কলকাতা ডেস্কঃ ধীরে ধীরে করোনা ছোবল থেকে মুক্ত হচ্ছে বিশ্ব । স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দেশ । বিভিন্ন রাজ্যে শিথিল হচ্ছে করোনাবিধি । গত ২৪ ঘণ্টায় ফের নিম্নমুখী দেশের দৈনিক পজিটিভিটি রেট । স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন । শনিবার এই সংখ্যা ছিল ১৯ হাজারের বেশি । বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২ হাজার ১৩১ জন । বর্তমানে ভারতে করোনা পজিটিভিটি রেট কমে হয়েছে প্রায় ১.৯৩ শতাংশ । যা গতকালের তুলনায় কিছুটা কম

পাশাপাশি স্বস্তি ফিরছে রাজ্যে । রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ । রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭৮ জন । দৈনিক সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা । একদিনে ৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন । গত ২৪ ঘণ্টায় ৪০ জন আক্রান্ত হওয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা । এখনও পর্যন্ত বাংলায় মোট ২০ লক্ষ ১৩ হাজার ৩৫৩ জন ভাইরাস আক্রান্ত হয়েছেন । অ্যাকটিভ কেস ৫ হাজার ৫৪০ । গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা খানিকটা বেড়েছে । করোনায় একদিনে মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন । মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা । রবিবার এই মারন ভাইরাসের প্রকোপে মৃত্যু হয়েছে ৭ জনের ।রাজ্যে করোনায় এখনও পর্যন্ত মোট ২১ হাজার ১৩২ জন প্রান হারিয়েছেন । দৈনিক সুস্থতার হারও বেড়েছে কিছুটা । গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩ জন ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন । তার ফলে করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৮৬ হাজার ৬৮১ জন । রাজ্যে সুস্থতার হার প্রায় ৯৮.৬৮ শতাংশ ।

About Post Author