Home » সম্পত্তির ভাগাভাগি নিয়ে বচসা, ছোট ভাইকে খুন হতে হল বড় দাদার হাতে

সম্পত্তির ভাগাভাগি নিয়ে বচসা, ছোট ভাইকে খুন হতে হল বড় দাদার হাতে

সময় কলকাতা ডেস্কঃ পারিবারিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা।যার জেরে খুন হতে হল ছোটো ভাইকে। ঘুমন্ত অবস্থাতেই ভাইয়ের গলা কেটে খুন করল দাদা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার দরগাতলায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। মৃত যুবকের নাম আবসার আলি(২২)। সোমবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে।পরিবারের সদস্যরা যখন ঘুমোচ্ছিলেন,সেই সময়ই দাদা আব্বাস আলী ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ভাইয়ের ওপর।তারপরেই তাকে গলা কেটে খুন করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাইয়ের।  ঘটনার  খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়সুত্রে জানা যায় গত কয়েকদিন ধরেই জমি বিক্রি করাকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়েছিল দুই ভাইয়ের মধ্যে।অভিযুক্ত আব্বাস আলি তার বাবাকে জমি বিক্রি করার জন্য চাপ দিচ্ছিল।কিন্তু পরিবারের কোনো সদস্যই জমি বিক্রি করার পক্ষে ছিলেন না।এদিন রাতে জমি বিক্রি নিয়ে একটি আলোচনাও হয় পরিবারের সদস্যদের মধ্যে।তারপরেই মাঝরাতে ভাইয়ের গলা কেটে খুন করে অভিযুক্ত আব্বাস।  স্থানীয়দের তরফে খবর পৌঁছায় মুরারই থানায়।খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠায়।মঙ্গলবার সকালে বড়ো ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বাবা শেরবান শেখ।বড়ো ছেলের উপযুক্ত শাস্তির আর্জি জানিয়েছেন তিনি।এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্পত্তি

About Post Author