সময় কলকাতা ডেস্ক: করোনা থেকে মুক্তি পেতে মরিয়া গোটা বিশ্ব।বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মারণ ভাইরাস। নিয়মিত কমছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা ও অ্যাকটিভ কেস।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের।
অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, স্বস্তি মিলেছে স্বাস্থ্য মহলে। উদ্বেগ এখন অনেকটাই কম। কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫। এখনও পর্যন্ত করোনা কেন পরাজিত করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।
More Stories
এনকাউন্টারে খতম ছত্তিশগড়ের ত্রাস! মাওবাদী নেতার বিরুদ্ধে ৭৭ টি খুনের অভিযোগ রয়েছে
চিন থেকে আমদানি, নতুন আতঙ্কের নাম এইচএমপিভি ভাইরাস
পোরবন্দরে ভেঙে পড়ল উপকূলরক্ষীবাহিনীর হেলিকপ্টার মৃত্যু হয়েছে ৩ জনের, আহত বেশ কয়েকজন