Home » নিয়ন্ত্রণে করোনা, স্বস্তি স্বাস্থ্য মহলে

নিয়ন্ত্রণে করোনা, স্বস্তি স্বাস্থ্য মহলে

সময় কলকাতা ডেস্ক: করোনা থেকে মুক্তি পেতে মরিয়া গোটা বিশ্ব।বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে মারণ ভাইরাস। নিয়মিত কমছে দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা ও অ্যাকটিভ কেস।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৬৬ জন। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ১.২৮ শতাংশ। গত একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ২২৬ জনের।

অনেকটাই নিয়ন্ত্রণে করোনা, স্বস্তি মিলেছে স্বাস্থ্য মহলে। উদ্বেগ এখন অনেকটাই কম। কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ২৩৫। এখনও পর্যন্ত করোনা কেন পরাজিত করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪ কোটি ২২ লক্ষ ৪৬ হাজার ৮৮৪ জন। সুস্থতার হার ৯৮.৪৯ শতাংশ।

About Post Author