Home » ‘সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র’ , রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

‘সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র’ , রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট

সময় কলকাতা ডেস্ক, ১০ জুলাইঃ সিবিআই-ইডির মতো সংস্থাগুলিকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসেবে কাজে লাগাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার রাজ্য সরকারের অভিযোগকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, সিবিআইয়ের অপব্যবহার করেছে কেন্দ্র। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের এই অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। যদিও কেন্দ্রের দাবি ছিল, রাজ্য সরকারের এই অভিযোগ গ্রহণযোগ্যতা নেই। এদিন তাদের সেই যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি ১৩ আগস্ট।

আরও পড়ুন    পুর নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে এবার বিস্ফোরক দাবি সিবিআইয়ের

রাজ্যের বক্তব্য পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলা এফআইআর করতে শুরু করেছে। রাজ্য সরকার এরই বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা দায়ের করে। এতদিন সেই মামলা ঝুলে ছিল। এবারের শুনানিতে রাজ্যের তরফ থেকে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি সওয়াল করেন, রাজ্যের অনুমতি বা ‘জেনারেল কনসেন্ট’ ছাড়া সিবিআই কোনও মামলায় তদন্ত করতে পারে না। মামলা ধরার আগে রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন অবশ্যই রয়েছে। অন্যদিকে, এই মামলায় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, সিবিআই একটি স্বাধীন সংস্থা, এটা কেন্দ্রের অধীনে নেই। ফলত, কেন্দ্রের বিরুদ্ধে এই মামলার গ্রহণযোগ্যতা নেই। পাশাপাশি তিনি এও বলেন, ‘কেন্দ্র কোনও এফআইআর করে না। বিভিন্ন মামলায় সিবিআই এফআইআর করে। এই মামলা সিবিআইয়ের বিরুদ্ধে না করে কেন্দ্রের বিরুদ্ধে করা হয়েছে।’


জানা গিয়েছে, রাজ্যের অনুমতি না নিয়ে, রাজ্যের সঙ্গে আলোচনা না করে একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এফআইআর করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন, এই দাবি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছিল রাজ্য। এদিন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সিবিআইকে অপব্যবহার নিয়ে রাজ্য যে অভিযোগ করেছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। রাজ্যের আরও দাবি ছিল, সিবিআইকে এফআইআর করতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে। তাদের এই দাবি যুক্তিযুক্ত বলেই মনে করছে সুপ্রিম কোর্ট।

#Latestbengalinews

About Post Author