Home » বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

সময় কলকাতা ডেস্ক, ২১ জুলাইঃ বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মুরলীধর সেন লেনের বিজেপি কার্যালয় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুক্রবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি হয়। যদিও হাই কোর্টের তরফে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে। মুরলীধর সেন লেনের দফতর থেকে ভিক্টোরিয়া হাউজ পর্যন্ত বিজেপির মিছিলের অনুমতি দেন বিচারপতি।বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে দিনকয়েক ধরে সুর চড়িয়েছে বিজেপি। তাদের দাবি, একতরফা সিইএসসি গ্রাহকদের থেকে বেশি টাকা নিচ্ছে। তার প্রতিবাদে ২২ জুলাই ভিক্টোরিয়া হাউজ অভিযান এবং অবস্থানের সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। কিন্তু পুলিশ প্রথমে অনুমতি দেয়নি।

আরও পড়ুন 

সে কারণে হাই কোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। সেই আবেদনের ভিত্তিতে ভিক্টোরিয়া হাউস অভিযানে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই মিছিল এবং অবস্থান করতে হবে। ওইদিন দুপুর আড়াইটে থেকে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মিছিল করা যাবে। ওই মিছিলে নেতা-কর্মী এবং সমর্থকদের নিয়ে মোট এক হাজার জন জমায়েত হতে পারবেন। ওই মিছিলের জন্য যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন করতে হবে। পরিবেশ বিধি মেনে কর্মসূচির নির্দেশ কলকাতা হাই কোর্টের।

এদিন রাজ্য জানায়, সিইএসসি এলাকায় ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়নি। ফলে যে সমস্যার প্রেক্ষিতে এই মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, সেই সমস্যাই নেই। বিজেপির তরফ থেকে এখনও সিইএসসির কাছে কোনও অভিযোগ জানানো হয়নি, বিজেপির প্রতিনিধিদল গিয়ে সেখানে অভিযোগ জানাতেই পারেন বলে সওয়াল করে রাজ্য।

আরও পড়ুন  কোটাবিরোধী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উত্তাল বাংলাদেশ, বৃহস্পতিবার ‘ কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

#Latestbengalinews

#Calcuttahighcourt

About Post Author