সময় কলকাতা ডেস্ক, ৩১ আগস্ট: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। রাস্তায় নেমে আন্দোলন করছে সাধারণ মানুষ। কলকাতার ঐতিহ্যশালী হাসপাতালে ঘটা এই নারকীয় ঘটনার প্রতিবাদে গলা মিলিয়েছেন বাংলার শিল্পীরাও। প্রত্যেকের দাবি একটাই, দোষীদের উপযুক্ত শাস্তি চাই। এদিন সেই সুরেই গলা মেলালেন শ্রেয়া ঘোষাল। কলকাতায় কনসার্ট বাতিল করে প্রতিবাদ দেখালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা। তাঁর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তৃণমুল নেতা কুনাল ঘোষ।
আরও পড়ুনঃ ‘ছাত্রনেতা’ সায়ন লাহিড়ীর মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
আরও পডু়নঃ প্রায় ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ উঠল, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে দায়ের এফআইআর
“কলকাতায় সম্প্রতি যে নারী নির্যাতনের নারকীয় ঘটনা সামনে এসেছে, তা আমাকে নাড়িয়ে দিয়েছে” নিজের সমাজ মাধ্যমে লিখে শনিবার একটি বিবৃতি প্রকাশ করেন শ্রেয়া ঘোষাল। একইসঙ্গে গায়িকা যোগ করেন, “নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার করে খুন করা হয়েছে, তা ভাবলেও শিউরে উঠছি। এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তবে শুধু বাংলায় নয়, গোটা দেশে রোজ ঘটান নারী নির্যাতনের বিরুদ্ধেও সবর হয়েছেন শ্রেয়া। প্রসঙ্গ তুলে দেশব্যাপী নিরাপত্তার দাবিও করেছেন তিনি।
আরও পড়ুনঃ মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনা!! বায়ুসেনার চপার থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার
আরও পড়ুনঃ প্রায় ৫ ঘণ্টা পর বিটি রোডে অবরোধ উঠল, সিভিক ভলান্টিয়ার এবং পুলিশের বিরুদ্ধে দায়ের এফআইআর
গতকাল অরিজিৎ সিং আরজি কর কান্ড নিয়ে গান বাঁধলে, তাঁকে সমাজ মাধ্যমে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। চব্বিশ ঘন্টা পার না হতে প্রতিবাদের পথে শ্রেয়া ঘোষালও। আগামী ১৪ অগস্ট কলকাতায় তাঁর একটি কনসার্ট হওয়ার কথা ছিল, যা বাতিল করলেন গায়িকা। তবে দেশব্যাপি নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলায় শ্রেয়া ঘোষালের প্রশংসাই করেছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুর্নিশ জানিয়ে বলেছেন “আমাদের মতো আরজি কর নিয়ে উদ্বিগ্ন শ্রেয়া ঘোষালও। দেশ ও বিশ্বব্যাপি নারী সুরক্ষার দাবি উনি রেখেছেন। কারণ, এটা শুধুই বাংলার সমস্যা নয়, এর বিরুদ্ধে আন্দোলন সর্বত্র প্রয়োজন।”
More Stories
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও
US Presidential Election: একে অন্যের বিরুদ্ধে তোপ, ট্রাম্প-কমলা বিতর্কসভায় উঠে এল কী কী বিষয়?
Sukanya Mondal: ১৫ মাস পর তিহাড় জেল থেকে মুক্তি কেষ্ট কন্যার, জামিন দিল দিল্লি হাইকোর্ট