সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার কাণ্ডে সিবিআইকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী। মঙ্গলবার নির্ধারিত সূচি মেনে কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছিল অভিনেতা সাংসদকে। সেই মোতাবেক তিনি ১১ টা নাগাদ এসে পৌঁছান। এর পর সরাসরি লিফটে করে সিবিআই দপ্তরে চলে যান। প্রায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা জেরার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন সিবিআই আধিকারিকরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক অধিকারী জানান জেরায় তিনি সিবিআই আধিকারিকদের জানিয়েছেন এনামুল হক নামের কোনো ব্যক্তিকে চেনেন না। তাঁর বয়ান রেকর্ড করানো হয়েছে। আগামী দিনেও সিবিআইকে সব ধরনের সাহায্য করবেন বলে তিনি জানান। তিনি আরও জানান, ‘আমাকে বিশেষ কিছু জিজ্ঞাসা করা হয়নি। আমি এনামুলকে চিনি কিনা, তা জানতে চাওয়া হয়েছে। আমার বয়ান রেকর্ড করা হয়েছে। আমি সব কিছুই বলেছি। নতুন করে আমাকে হাজিরা দিতে বলা হয়নি।’ একইসঙ্গে দেব জানিয়ে দেন, এনামুলকে তিনি চেনেন না। তাই তাঁর কাছ থেকে উপহার নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। এর আগে ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তাঁকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সূত্রের খবর, এনামুল হকের সঙ্গে নাকি দেবের কয়েকটি যোগসূত্র পাওয়া যায়। সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে সিবিআইয়ের তলব করে। সুত্রের খবর গরু পাচার কাণ্ডে বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করার সময় অনেকের নামের সঙ্গে দেবের নামও উঠে আসে।
More Stories
Governor CV Anand Bose: কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল বোস
ছাত্র মৃত্যুর প্রতিবাদে রাতভর ধর্নায় রুপা, সকাল হতেই বিজেপি নেত্রীকে গ্রেফতার করল পুলিশ
রাত পোহালেই মহালয়া, তবে কেন হয় এই অনুষ্ঠান? কী এর ইতিহাস? জানলে অবাক হবেন!