সময় কলকাতা ডেস্ক, ১২ জুলাই: বিবাহ বিচ্ছেদের মামলার মাঝেই হাড়োয়ায় গুলিবিদ্ধ গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম মোহনপুর এলাকায়। আহত গৃহবধূর নাম শম্পা দাস। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, দুষ্কৃতীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে হাড়োয়া থানার মোহনপুর এলাকার বাসিন্দা রঘুনাথ দাসের মেয়ে শম্পা দাসের সঙ্গে ধুতুরদহ এলাকার বাসিন্দা অসিত সরদারের বিয়ে হয়। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। সে কারণেই বাবার বাড়িতেই থাকেন শম্পা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে এক দুষ্কৃতী শম্পাকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর কোমর এবং পিঠে দুটি গুলি লাগে। গুলি চালানোর পরই পরিস্থিতি বেগতিক বুঝে আগ্নেয়াস্ত্র ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে, গুলির শব্দে এবং ওই মহিলার চিৎকারে গোটা এলাকাজুড়ে শোরগোল শুরু হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ওই বধূ। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। জানা গিয়েছে, বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীনই ওই মহিলা আবার বিয়ে করেন। সেই টানাপোড়েনের জেরে প্রথম স্বামী গুলি চালিয়েছে বলেই অনুমান পুলিশের। ইতিমধ্যে দুষ্কৃতীর খোঁজেও চলছে জোর তল্লাশি।
#Latestbengalinews
More Stories
অনশন প্রত্যাহার চাকরিহারাদের, মঞ্চ থেকেই নতুন হুঁশিয়ারি!
রাজ্যে কবে হবে ছাত্র সংসদের নির্বাচন, জানালেন শিক্ষা মন্ত্রী
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা